--- নিয়োগ বিজ্ঞপ্তি ---
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এবং এর সর্বশেষ পরিমার্জন অনুযায়ী ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয় (এমপিওভুক্ত), ডাকঘরঃ কেড়াগাছি, উপজেলাঃ কলারোয়া, জেলাঃ সাতক্ষীরা এর জন্য এমপিও ভুক্ত শুন্য পদে ১৬ গ্রেডে (স্কেল ৯৩০০-২২৪৯০/-) একজন অফিস সহকারী কাম- হিসাব সহকারী এবং এমপিও ভুক্ত শুন্য পদে ২০ গ্রেডে (স্কেল ৮২৫০-২০০১০/-) একজন আয়া নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে শিক্ষা বোর্ড হতে এইচ.এস.সি (ব্যবসায় শিক্ষা) /সমমান, কম্পিউটার অপারেটিং-এ দক্ষতা থাকতে হবে। এবং আয়া পদে জে.এস.সি/জে.ডি.সি/সমমান। সকল পদে প্রার্থীদের বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর, আগ্রহী প্রার্থীদের ১০০০/-(এক হাজার) টাকার অফেরতযোগ্য পোস্টাল অর্ডার ও তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত সনদ ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী ০২/০৬/২০২৪ খ্রি. তারিখ বিকাল ৪:০০ টার মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে।
-প্রধান শিক্ষক,
ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়
Download